logo
আপডেট : 28 June, 2019 01:19
গুজরাটের লিচ গ্রামে ১৮ বছরের আগে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
মেইল রিপোর্ট

গুজরাটের লিচ গ্রামে ১৮ বছরের আগে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

ভারতের গুজরাটের মেহাসানার লিচ গ্রামে ১৮ বছরের কম বয়সীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। 

এই গ্রামের প্রধান অঞ্জনাবেন প্যাটেল মনে করেন, নানা শারীরিক সমস্যার মূলে আছে এই মোবাইল ফোন। মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে তরুণ-তরুণীদের মনে বিরক্তি ও হতাশা তৈরি হয়।

তিনি বলেন, এর ফলে তারা বাস্তব জীবন থেকে আলাদা হয়ে যায়। তাই এই সমস্যার সমাধানে লিচ গ্রামে ১৮ বছরের কম বয়সীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েতের বৈঠকে বাসিন্দাদের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন অঞ্জনাবেন প্যাটেল। বৈঠকে এই সিদ্ধান্তের বিরোধিতা করেননি কেউ।

এই নিয়ম কার্যকর হওয়ার পর প্রথমদিকে সমস্যায় পড়ে তরুণ–তরুণীরা। কিন্তু এখন তা অভ্যাস হয়ে গেছে। এমনকি গ্রামটির প্রাপ্তবয়স্কদের অনেকই এখন মোবাইল ফোন ব্যবহার করেন না।