logo
আপডেট : 14 July, 2019 12:48
মিয়ানমারের বিরুদ্ধে তদন্ত শুরু করবে আইসিসি
মেইল রিপোর্ট

মিয়ানমারের বিরুদ্ধে তদন্ত শুরু করবে আইসিসি

রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তের মধ্য দিয়ে মূলত মিয়ানমারের অভিযুক্ত জেনারেলদের বিচারে এক ধাপ এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

প্রাথমিক তথ্যানুসন্ধানে নৃশংস ওই সব অপরাধের প্রমাণ পাওয়ায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বা আদালতে হাজির হওয়ার মতো সুপারিশ করবে আইসিসির কৌঁসুলির দফতর।

কূটনৈতিক সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের তদন্তের জন্য বাংলাদেশে দাফতরিক কাজ শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসি।

ওই সুপারিশের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারকরা প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়টি বিবেচনায় নিতে পারবেন।

গণহত্যা আর মানবতাবিরোধী অপরাধ চালিয়ে রোহিঙ্গাদের যেভাবে রাখাইন থেকে তাড়িয়ে দেয়া হয়েছে, তা বিশ্বাস করার যৌক্তিক কারণ খুঁজে পেয়েছে আইসিসির তথ্যানুসন্ধানকারী দল।

এ নিয়ে তদন্ত শুরু করতে গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালতের অনুমতি চেয়েছেন আদালতের কৌঁসুলি ফেতু বেনসুদা। তদন্তসহ বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশে মাঠপর্যায়ে আনুষ্ঠানিক কাজ শুরু করতে যাচ্ছে আইসিসি।