আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে বোমার বিস্ফোরণে ছয়জন নিহত ও অন্তত ২৭ জন আহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় সকালে দক্ষিণ এশীয় দেশটির রাজধানীতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কাবুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে ঢোকার অপেক্ষা করছিল, তখনই ওই বোমার বিস্ফোরণ ঘটে।
এ ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি একটি হাতবোমা ছুড়তে দেখি। সেটি ছোড়ার পরপরই একটি গাড়িতে আগুন ধরে যায়।
এদিকে ঘটনার পরপর অভিযান চালিয়ে ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অন্য প্রবেশ পথের কাছে আরেকটি বোমা খুঁজে পায় পুলিশ ও তা দ্রুত নিষ্ক্রিয় করা হয়।
বিষয়টির সত্যতা কাবুল পুলিশের মুখপাত্র ফারামার্জ ফিরদাউ নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের ওপর এ হামলার দায় স্বীকার করেনি।
তবে এ ঘটনার কয়েক ঘণ্টা আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের পুলিশ সদরদফতরের বাইরে দুটি গাড়ি বোমা হামলায় ১২ জন নিহত ও ৮০ জন আহত হন।
তালেবান বিদ্রোহীরা ওই গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে।