logo
আপডেট : 21 July, 2019 20:03
প্রিয়া সাহার বিরুদ্ধে সিলেটে মামলা
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট

প্রিয়া সাহার বিরুদ্ধে সিলেটে মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা অভিযোগকারী প্রিয়া সাহার বিরুদ্ধে সিলেটের আদালতে ‘রাষ্ট্রদ্রোহ’  মামলা দায়ের করেছেন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রিমাদ আহমদ রুবেল।

রোববার (২১ জুলাই) সিলেটের এডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন তিনি। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  কাছে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করেছে প্রিয়া সাহা। যা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তাই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর মামলা করা হয়েছে। 

এই বিষয়ে আইনজীবী এডভোকেট মো. তাজ উদ্দিন বলেন, সিলেট আদালত রাষ্ট্রদ্রোহী মামলার অভিযোগটি গ্রহণ করে পরিবর্তী নির্দেশের জন্য রেখেছেন। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অভিযোগকারী প্রিয়া সাহার বিরুদ্ধে  সিলেটে একের পর এক প্রতিবাদি মিছিল গড়ে তুলেছে রাজপথে নানা বর্ণের মানুষেরা। তারা অসাম্প্রদায়িক চেতনা ও ভালোবাসার বন্ধনে গড়া বাংলাদেশ তুলে ধরে হাতে হাত রেখে এক কাটারে দাড়িয়ে প্রতিবাদি মিছিল করে যাচ্ছে। 

সিলেটে প্রিয়া সাহার বিরুদ্ধে মামলার আগে আরেকটি মামলা করেছিল ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। 

মামলাটি পেনাল কোডের ১২৩(এ), ১২৪(এ) ও ৫০০ ধারায় আমলে নেয়ার জন্য আদালতে আবেদন করেন ব্যারিস্টার সুমন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। কিন্তু পরে মামলাটি খারিজের আদেশ দেন আদালত