জাপান সাগরে স্বল্প পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর দেয়।
হোদো উপদ্বীপ থেকে ভোর ৫টা ৩৪ মিনিটে একটি এবং ৫টা ৫৭ মিনিটে আরেকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রগুলো ৫০ কিলোমিটার উপর দিয়ে এবং ৪৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তার খুঁটিনাটি বিশ্লেষণ করছে মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সেনারা।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানান, উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে সে বিষয়টি মাথায় রেখে তার দেশের সেনারা সেসব ক্ষেপণাস্ত্রের গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে ওয়াশিংটন কিংবা পিয়ংইয়ং এ বিষয়ে কোনও মন্তব্য করে নি।
দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনাদের যৌথ মহড়া চালানোর কয়েকদিন পর উত্তর কোরিয়া জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুঁড়লো। মহড়ার কঠোর বিরোধিতা করে উত্তর কোরিয়া বলেছিল, বর্তমানে যে শান্তি প্রক্রিয়া চলছে তার জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে উঠেছে এ মহড়া।