logo
আপডেট : 28 July, 2019 14:40
কয়েকশ মানুষের ফোন ফিরিয়ে দিল পুলিশ
কলকাতা প্রতিনিধি

কয়েকশ মানুষের ফোন ফিরিয়ে দিল পুলিশ

ভারতের কলকাতায় কয়েকশ মানুষকে ডেকে তাদের হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন ফেরত দিয়েছে পুলিশ। শুধুমাত্র দেশটির লালবাজারে অবস্থিত কলকাতা পুলিশের সদর দপ্তরে অর্ধশত মানুষকে তাদের মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য থানা থেকেও ফেরত দেওয়া হয়েছে আরও বহু হারানো মোবাইল।

এছাড়া যারা মোবাইল ফেরত পেয়েছেন তাদের সবাইকে নিয়ে বেশ কয়েকটি গ্রুপ ছবি পোস্ট করো হয়েছে কলকাতা পুলিশের ফেসবুক পাতায়। পুলিশ বলছে, কলকাতা শহরে প্রতিমাসে ১০০০ থেকে ১২০০ মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেগুলো হারিয়ে গেছে বা চুরি হয়েছে বলে যারা বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছিলেন, তাদের অনেককে একসঙ্গে ডেকে এনে তাদের মোবাইল ফেরত দেওয়া হয়েছে।

এরকমই একজন সিদ্ধান্ত ঘোষ। মোবাইল হারানোর এক বছরেরও বেশী সময় পরে তিনি আরও অনেকের সঙ্গে লালবাজারে পুলিশ সদর দপ্তরে গিয়েছিলেন মোবাইল ফেরত নিতে। তিনি বলেন, এক বছর তিন মাস আগে মোবাইলটা হারিয়ে গিয়েছিল রাইটার্স বিল্ডিংয়ের সামনে থেকে। থানায় আই এমইআই নম্বর দিয়ে রিপোর্ট করেছিলাম। 

কিন্তু মাস ছয়েক অপেক্ষা করার পরে একরকম আশা ছেড়েই দিয়েছিলাম। হঠাৎই পরশুদিন আমাকে ফোন করে জানানো হয় যে ফোন পাওয়া গেছে। কী যে অবাক হয়েছিলাম, বোঝাতে পারব না।