সিরিয়ার উত্তরাঞ্চলে ইদলিবপ্রদেশে বাশার আল আসাদ সরকারের অনুগত বাহিনীর বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন।
ইদলিবের আরিহা শহর ছাড়াও শনিবার সরকারি বাহিনী হামাপ্রদেশের আল-আমকিয়া, মরেক, হাওয়াশ ও আল-জায়ারা প্রদেশে বিমান হামলা চালায়।
আরিহা শহরের বিমান হামলায় ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
ইদলিবের কেন্দ্রীয় হাসপাতালের চিকিৎসক ডা. মো. আবরাশ গণমাধ্যমকে জানান, আহতদের মধ্যে পা উড়ে যাওয়া তিন বছরের একটি শিশু এবং পেটের চামড়া উঠে যাওয়া এক যুবকের অবস্থা আশঙ্কাজনক।
সিরিয়ার অপর দুই মিত্র রাশিয়া ও তুরস্কের বাধা উপেক্ষা করে বাসারের অনুগত বাহিনী সরকারবিরোধীদের এলাকা হিসেবে পরিচিত ইদলিবে হামলা চালিয়ে যাচ্ছে।