logo
আপডেট : 30 July, 2019 22:01
রোহিঙ্গা সংকট সমাধানে মধ্যস্থতায় আগ্রহী জাপান
ঢাকা অফিস

রোহিঙ্গা সংকট সমাধানে মধ্যস্থতায় আগ্রহী জাপান

রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকা-নেপিদোর মধ্যে জাপান মধ্যস্থতা করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার সন্ধ্যায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-জাপান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকা-নেপিদোর মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জাপান। টোকিওতে বাংলাদেশ-মিয়ানমারকে নিয়ে এ বিষয়ে আলোচনা করতে চায়।

তবে বাংলাদেশ তাদের এ প্রস্তাব বিবেচনা করবে বলে জানান তিনি।

সোমবার রাতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসেন। সকালে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। বিকেলে ঢাকায় ফিরে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেন।

বুধবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।