কংগ্রেসকে দ্রুত উত্তরসূরি খোঁজার নির্দেশ দিলেন রাহুল গান্ধী। বিদেশ থেকে ফিরে এসে দলের কিছু নেতার সঙ্গে ঘরোয়া বৈঠক করে তাদের এ তাগিদ দেন রাহুল।
তিনি তাদের খুব দ্রুত দলের সভাপতি খুঁজে নিতে বলেছেন। তবে আবারও স্পষ্ট জানিয়েছেন, গান্ধী পরিবারের বাইরে থেকেই কাউকে বাছাই করতে। নিজের কোনো পছন্দ জানাতে চাননি তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।
দলের একটি অংশ বলছে, চলতি সপ্তাহের শেষেই কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির নাম ঘোষণা করা হবে। এর জন্য ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার কোনো প্রয়োজন নেই।
যদিও এভাবে ঘরোয়া বৈঠকে নাম স্থির করাতে আপত্তিও রয়েছে অনেকের। তাদের মতে, ওয়ার্কিং কমিটি ছাড়া কংগ্রেসের মতো দলে সভাপতির নামে কে সিলমোহর বসাবে?
এই টানাপোড়েনের মধ্যে বুধবার সন্ধ্যায় দলের সাধারণ সম্পাদকদের যে বৈঠক ডাকা হয়েছিল, তাও পিছিয়ে যায়।