logo
আপডেট : 3 August, 2019 01:13
‘ইউরোপিয়ান ইসলাম’ গঠনের দাবি জার্মানির দুই রাজনীতিবিদের
মেইল রিপোর্ট

‘ইউরোপিয়ান ইসলাম’ গঠনের দাবি জার্মানির দুই রাজনীতিবিদের

‘আমাদেরকে ইউরোপীয় ইসলাম গঠনের বিষয়ে মনোযোগী হতে হবে’ শিরোনামে একটি প্রবন্ধ লিখেছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান ও শ্লেসভিগ-হোলস্টাইন রাজ্যের প্রধানমন্ত্রী ডানিয়েল গ্যুন্টার৷ 

স্থানীয় সংবাদমাধ্যম রাইনিশে পোস্টে প্রকাশিত প্রবন্ধে তারা এদাবি জানান।

বৃহস্পতিবার (১ আগস্ট) প্রকাশিত প্রবন্ধে ইউরোপের জীবন ব্যবস্থা, সংস্কৃতি, জীবনমান, ইউরোপের সমাজে অন্য সংস্কৃতিকে অন্তর্ভুক্তিকরণসহ নানা বিষয়ে আলোচনা করেন তারা৷

‘প্রগতিশীল ইসলাম’ গঠনের বিষয়ে জোর দিয়ে তারা মত প্রকাশ করে তারা বলেন, “ইউরোপের সমাজ-সংস্কৃতিতে অন্তর্ভুক্তির জন্য একটি ‘প্রগতিশীল’ ধারার ইসলাম প্রতিষ্ঠা প্রয়োজন৷”

জার্মানির এই দুই প্রভাবশালী রাজনীতিবিদ আরও বলেন, ‘‘প্রতিক্রিয়াশীল ও নারীবিদ্বেষী ইসলামকে মেনে নেয়ার পরিবর্তে আমাদের ইউরোপের আদলে ইসলামের বিকাশকে ত্বরান্বিত করা উচিত৷ এটি ইউরোপের মূল্যবোধ ও স্বাধীনতার বিষয়টিকেও ধারণ করবে৷”

ইউরোপে মুসলিম মেয়েদের বোরকা পরার বিষয়ে তারা বলেন, ‘‘মেয়েদের বোরকা পরে স্কুল-কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়টিকে আমাদের থামানো উচিত৷”       

উল্লেখ্য, এই দুই রাজনীতিবিদ ক্ষমতাসীন দল সিডিইউ’র সদস্য৷ তবে ইয়েন্স স্পান নিজ দলে রক্ষণশীল হিসেবে পরিচিত আর ডানিয়েল গ্যুন্টারের উদারপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিতি আছে৷