logo
আপডেট : 3 August, 2019 13:08
রাখাইনে চীন -সিঙ্গাপুরের ১৬০ কোটি ডলারের প্রকল্প
মেইল রিপোর্ট

রাখাইনে চীন -সিঙ্গাপুরের ১৬০ কোটি ডলারের প্রকল্প

মিয়ানমারের রাখাইনে উন্নয়নে চীন ও সিঙ্গাপুরের পক্ষ থেকে ১৬০ কোটি মার্কিন ডলারের প্রকল্পের প্রস্তাব দেয়া হয়েছে। যৌথভাবে এ প্রস্তাব করেছে চীনের সাংহাই ব্রাইট ইন্ডাস্ট্রি লিমিটেড ও সিঙ্গাপুরের হুয়াচেন ইন্টারন্যাশনাল রিসোর্স লিমিটেড।

গত ১২ জুলাই সংঘাতকবলিত রাখাইনের রাজধানী সিত্তে সফর করেন এই দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ইউ নিই পিউর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

রাজ্য সরকার এ প্রকল্পের বিস্তারিত কোনো তথ্য দেয়নি। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, হুয়াচেন ইন্টারন্যাশনাল রিসোর্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চুয়া হাউ পোর বিখ্যাত পেনিনসুলা হোটেল গ্রুপের দ্বিতীয় সর্বোচ্চ শেয়ারহোল্ডার ছিলেন।

যারা একটি বৈশ্বিক হোটেল চেইন পরিচালনা করে এবং বার্ষিক লাখ লাখ মিলিয়ন ডলার উপার্জন করে। চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক নিবন্ধে দাবি করেছে, চুয়া হাউ পোরের চীনের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং তার সঙ্গে চীনা প্রেসিডেন্টের আস্থাভাজন লি জানশুর গভীর সম্পর্ক রয়েছে।