ইতালিতে ভুয়া পারমিট কার্ড, রেসিডেন্স কার্ডসহ ইমিগ্রেশন সংক্রান্ত সকল কাগজ বানানোর দায়ে ৯ বাংলাদেশীসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আটককৃতদের মধ্যে ৩ জন ইতালিয়ান কমিউনিটি অফিসার রয়েছে। অনুসন্ধানের স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ।
বুধবার দেশটির রাজধানী রোম থেকে ম্যাজিস্ট্রেট আন্না মারিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটকের পরপরই ইতালিয়ান ঐ ৩ অফিসারকে বরখাস্ত করা হয়।
দেশটির বিভিন্ন গণমাধ্যম সুত্রে জানা যায়, রোম কমিউনিটির ৩ অফিসারের যোগসাজশে প্রায় ৩ বছর যাবত এসব অবৈধ কাগজপত্র বানিয়ে আসছে চক্রটি। চক্রতিতে ৩ জন ইতালিন ও ৯ জন বাংলাদেশী রয়েছে।
এ বিষয়ে ইতালিতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তারা যদি সত্যি অপরাধি হয়ে থাকে তাহলে এদেশের নিয়মানুসারে তাদের বিচার হবে।
এ ঘটনায় বাঙ্গালী কমিউনিটি ক্ষোভ জানিয়েছেন। তারা বলেছেন, এসব ঘটনায় ইতালিতে বাংলাদেশের মান ক্ষুণ্ণ হচ্ছে। ধীরেধীরে বাঙ্গালীদের জন্য অনেক সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে।