logo
আপডেট : 4 August, 2019 12:38
ইতালিতে ভুয়া পারমিট কার্ড বানানোর দায়ে নয় বাংলাদেশী আটক
সাইফুল ইসলাম মুন্সী, ইতালি

ইতালিতে ভুয়া পারমিট কার্ড বানানোর দায়ে নয় বাংলাদেশী আটক

ইতালিতে ভুয়া পারমিট কার্ড, রেসিডেন্স কার্ডসহ  ইমিগ্রেশন সংক্রান্ত সকল কাগজ বানানোর দায়ে ৯ বাংলাদেশীসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আটককৃতদের মধ্যে ৩ জন ইতালিয়ান কমিউনিটি অফিসার রয়েছে। অনুসন্ধানের স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ। 

বুধবার দেশটির রাজধানী রোম থেকে ম্যাজিস্ট্রেট আন্না মারিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটকের পরপরই ইতালিয়ান ঐ ৩ অফিসারকে বরখাস্ত করা হয়। 

দেশটির বিভিন্ন গণমাধ্যম সুত্রে জানা যায়, রোম কমিউনিটির ৩ অফিসারের যোগসাজশে প্রায় ৩ বছর যাবত এসব অবৈধ কাগজপত্র বানিয়ে আসছে চক্রটি। চক্রতিতে ৩ জন ইতালিন ও ৯ জন বাংলাদেশী রয়েছে। 

এ বিষয়ে ইতালিতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তারা যদি সত্যি অপরাধি হয়ে থাকে তাহলে এদেশের নিয়মানুসারে তাদের বিচার হবে। 

এ ঘটনায় বাঙ্গালী কমিউনিটি ক্ষোভ জানিয়েছেন। তারা বলেছেন, এসব ঘটনায় ইতালিতে বাংলাদেশের মান ক্ষুণ্ণ হচ্ছে। ধীরেধীরে বাঙ্গালীদের জন্য অনেক সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে।