logo
আপডেট : 5 August, 2019 03:00
পারস্য উপসাগরে ফের তেলবাহী জাহাজ আটক করলো ইরান
অনলাইন ডেস্ক

পারস্য উপসাগরে ফের তেলবাহী জাহাজ আটক করলো ইরান

পারস্য উপসাগর থেকে আরও একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরানের কর্তৃপক্ষ। জাহাজটি কয়েকটি আরব দেশের জন্য তেল চোরাচালানের কাজে জড়িত ছিল বলে দাবি করেছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার রমেজান জিরাহি আজ রোববার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাহিনীর টহল দল গত বুধবার রাতে পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের কাছ থেকে তেলবাহী জাহাজটি আটক করে। কমান্ডার জিরাহি বলেন, বিদেশি জাহাজটি অন্য কয়েকটি জাহাজ থেকে তেল নিয়ে তা পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশে চালান করছিল। তবে তিনি কোনও আরব দেশের নাম উল্লেখ করেননি। আইআরজিসি’র কমান্ডার জিরাহি আরও বলেন, আটক জাহাজ থেকে সাত লাখ লিটার তেল ও বিভিন্ন দেশের সাতজন নাবিককে আটক করা হয়েছে। ইরানের বিচার বিভাগের সঙ্গে আলাপ-আলোচনা করেই জাহাজটি আটক করা হয়েছে বলেও জানান রমেজান জিরাহি। এর আগে গত ১৪ জুলাই আইআরজিসি পারস্য উপসাগরের লারাক দ্বীপ থেকে আরেকটি তেল চোরাচালানকারী জাহাজ আটক করেছিল। এছাড়া গত ১৯ জুলাই ব্রিটেনের একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে।