logo
আপডেট : 12 August, 2019 21:41
হংকংয়ে সব বিমানের যাত্রা বাতিল
মেইল রিপোর্ট

হংকংয়ে সব বিমানের যাত্রা বাতিল

চতুর্থ দিনের মতো বিমানবন্দরের মূল টার্মিনালে সরকারবিরোধী বিক্ষোভের কারণে সব বিমানের যাত্রা বাতিল করেছে হংকং। সোমবার বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে জড়ো হয়েছিল লক্ষাধিক বিক্ষোভকারী।

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জনসমাবেশের কারণে বিমানবন্দরের কার্যক্রম ‘অত্যন্ত ব্যহত’ হচ্ছে। যেসব ফ্লাইটের চেক-ইন হয়নি এমন সবগুলো ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে।

এতে কোনো যাত্রীকে বিমানবন্দরের দিকে না আসার অনুরোধ জানানো হয়েছে। তবে যেসব বিমান হংকংয়ের দিকে যাত্রা করেছে সেগুলো অবতরণ করতে দেওয়া হবে।

রোববার বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছুড়েছিল পুলিশ। এছাড়া তাদের ছত্রভঙ্গ করতে অত্যন্ত কাছ থেকে রবার বুলেট ছোড়া হয়েছিল। এর প্রতিবাদেই সোমবার পুনরায় সমাবেশের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা।

দুই মাসেরও বেশি সময় ধরে প্রত্যর্পণ বিলের প্রতিবাদে হংকংয়ে বিক্ষোভ করছে গণতন্ত্রপন্থীরা। গত মাসে হংকংয়ের প্রধান নির্বাহী বিলটিকে ‘মৃত’ ঘোষণা করলেও তিনি এটি প্রত্যাহার করেন নি। এতে আরো ক্ষুব্ধ হয়ে সরকারবিরোধী আন্দোলনের ডাক দেয় বিক্ষোভকারীরা।