ইতালিতে পাসপোর্ট সমস্যা সমাধানে বাংলাদেশ থেকে আগত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভা করছেন ইতালি প্রবাসী বাংলাদেশীরা। নিজ দেশীয় পাসপোর্টে ছোটবড় নানা সমস্যার কারনে দীর্ঘদিন যাবত ঢাকার পাসপোর্ট অফিসে আটকা পরে আছে ইতালিসহ বিশ্বের নানা দেশের দূতাবাস থেকে আবেদন করা পাসপোর্ট। আর এতে ইতালিতে বৈধতা হারানোর পথে প্রায় সহস্রাধিক বাঙ্গালী।
বুধবার দেশটির রাজধানী রোমের বাংলাদেশ দূতাবাসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আজহারুল হক বলেন, সবাই যদি সঠিক পথে অগ্রসর হয় তাহলে পাসপোর্টের এসব সমস্যা সমাধান করা খুবই সহজ হয়ে যাবে।
তিনি আরও বলেন, এসব সমস্যা সমাধানের জন্য কেউ দালালের শরণাপন্ন হবেন না। এতে সমাধানের পথ আরও জটিল হবে। এছাড়াও আপনারা যদি কোন দালালের সন্ধান পান আমার ইমেইলে বিস্তারিত জানাবেন। বর্তমান সরকার এসব দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
এছাড়াও ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বলেন, পাসপোর্টে কোন সমস্যা থাকলে সেটা ঢাকা থেকে আটকে দেয় । এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের কিছু করার থাকেনা। দূতাবাস শুধু আবেদন গ্রহন করে বাকিটা ঢাকা থেকে করা হয়।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিনিধিদল, রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার, বাংলাদেশ আওয়ামীলীগ ইতালি শাখার সিনিয়র সহ-সভাপতি আলি আহমেদ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।