ব্রিটেন জিব্রাল্টারে আটকে রাখা ইরানের তেলের ট্যাংকার ছেড়ে দেওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (১৯ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ অভিহিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ট্যাংকার ছেড়ে দেওয়া প্রসঙ্গে হতাশা প্রকাশ করে পম্পেও বলেন, ‘দুর্ভাগ্যজনক যে, এমনটি ঘটেছে। ইরান যদি এই ট্যাংকারের তেল থেকে মুনাফা করতে পারে, তাহলে আরও বেশি অর্থ-সম্পদ ও ক্ষমতা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর হস্তগত হবে। আর তা দিয়ে এ বাহিনী আরও বেশি মাত্রায় ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালিয়ে যেতে পারবে।’
প্রায় ছয় সপ্তাহ জিব্রাল্টারে আটক থাকার পর দুই দিন আগে মুক্তি পেয়েছে ইরানের তেলবাহী ট্যাংকারটি। কিন্তু, পুনরায় এটিকে আটক করার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি আঁচ করে এরই মধ্যে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, উন্মুক্ত সমুদ্র থেকে ওই ট্যাংকার যেন না আটকায় যুক্তরাষ্ট্র।