logo
আপডেট : 22 August, 2019 00:06
স্পেনে স্বেচ্ছাসেবকদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কবির আল মাহমুদ, স্পেন

স্পেনে স্বেচ্ছাসেবকদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্পেনের মাদ্রিদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পাশাপাশি দলের কারাবন্দী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে মেহমান খানা রেস্টুরেন্টে এ অনুষ্ঠান থেকে কারাবন্দি খালেদা জিয়ার অসুস্থতার সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। খালেদা জিয়ার পছন্দের চিকিৎসকের মাধ্যমে চিকিৎসার স্বার্থে তাকে মুক্তি দেওয়ার দাবিও জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন স্পেন বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জেন্স শিপার। স্পেন বিএনপির সহ স্বেচ্ছাবিষয়কয়ক সম্পাদক আসাদ আলীর পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদার। প্রধান বক্তা ছিলেন  স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল। বিশেষ অতিথি  ছিলেন স্পেন বিএনপির সাবেক আহ্বায়াক ডাক্তার দুলাল আহমদ, খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেনের  সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, স্পেন বিএনপির উপদেষ্টা আব্দুল মুত্তাকীন মুজাক্কির,স্পেন  যুবদলের সভাপতি রমিজ উদ্দিন সরকার, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত খান, সহ-সভাপতি সুহেল আহমদ শামছু, স্পেন  যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাজী জসিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানুর মিয়া ছাদ প্রমুখ। 

শুভেচ্ছা বক্তব্য দেন ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইস্পাহানি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর ইব্রাহিম,বিনপি নেতা  আবু সায়েম, রুবেল সামাদ, আক্তার হোসেন, ফজির আলী নাদিম, জাকির চৌধুরী, মিলাদ আহমদ, সুজন মল্লিক, হারুন আহমেদ, শিপলু আহমেদ, জুয়েল আহমেদ, অলিউর রহমান প্রমুখ।

শুরুতেই কোরআন তেলাওয়াত করেন যুবনেতা খিজির আহমেদ। 

স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদার  এ সময় প্রচণ্ড ক্ষোভের সাথে বলেন,“৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়নভাবে কারাগারে আটক রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। এ ধরনের স্বৈরাচারী আচরণে গোটা বাংলাদেশ আজ হতভম্ব। এহেন অবস্থার অবসানে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিতদের ইস্পাতদৃঢ় ঐক্যের বিকল্প নেই।” 

তিনি “ভারতের তাবেদার বর্তমানের এ অবৈধ সরকার ক্ষমতাকে দীর্ঘায়ু করতেই নতজানু, মেরুদণ্ডহীন বিচারকদের ব্যবহার করে মিথ্যা ও সাজানো মামলায় দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে। দেশের গণতন্ত্রের মুক্তি, ভোটাধিকার ফিরিয়ে আনার সঙ্গে বেগম জিয়ার মুক্তি জড়িত। তাই খালেদা জিয়ার মুক্তির জন্য বাংলাদেশ সহ সারাবিশ্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।”পরে দলের কারাবন্দী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।