আপডেট : 30 August, 2019 01:51
সাগর পথে ইতালিতে ৭৮ জন সিরীয় ও বাংলাদেশি
মেইল রিপোর্ট
অবৈধভাবে সাগর পথে ইতালিতে পৌঁছেছে সিরিয়া ও বাংলাদেশের ৭৮ জন অভিবাসন প্রত্যাশী। বৃহস্পতিবার তারা সিসিলির ল্যাম্পেদুসা বন্দরে পৌঁছেছে।
এসব অভিবাসন প্রত্যাশীর মধ্যে কতজন সিরীয় ও কতজন বাংলাদেশি তা নির্দিষ্ট করে জানানো হয় নি। এছাড়া তাদের কিভাবে উদ্ধার করা হয়েছে তাও জানানো হয় নি।
অভিবাসন প্রত্যাশীরা জানিয়েছেন, গত সোমবার তারা লিবিয়া উপকূল থেকে রওনা হয়েছিল। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গোপনে তারা ইতালি উপকূলে প্রবেশ করেছিল।
অভিবাসন প্রত্যাশীদেরকে ল্যাম্পেদুসার জনপ্রিয় পর্যটন এলাকা কন্ট্রাদা ইমব্রিয়াকোলাতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।