logo
আপডেট : 1 September, 2019 02:55
ক্যালিফোর্নিয়ায় প্রচণ্ড গরমে পর্যটকের মৃত্যু
মেইল রিপোর্ট

ক্যালিফোর্নিয়ায় প্রচণ্ড গরমে পর্যটকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি জাতীয় উদ্যান পরিদর্শনে গিয়ে একজন পর্যটক মারা গেছেন। গ্রীষ্মের দাবদাহে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

ওই জাতীয় উদ্যান পরিষেবা বিভাগের কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার জাতীয় উদ্যান বিষয়ক দপ্তর জানিয়েছে, বাডওয়াটারের দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটেছে। জরুরি সহায়তা আসার আগেই ওই দর্শনার্থীর মৃত্যু হয়েছে।

তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

এদিকে, ইনিও কাউন্টি কর্তৃপক্ষ ওই লোকের মৃত্যু কী কারণে ঘটেছে তা নিয়ে তদন্ত করছে। কিন্তু পার্ক ডিপার্টমেন্ট জানিয়েছে ডেথ ভ্যালির তাপমাত্রা এখন ১২০ ডিগ্রি ওপরে রয়েছে।

প্রসঙ্গত, গত তিন দিনের মধ্যে মোজভে ডেজার্ট পার্কে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা।