logo
আপডেট : 5 September, 2019 23:44
সহপাঠীর আঘাতে শ্রেণিকক্ষে প্রাণ হারালো মজিদ
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট

সহপাঠীর আঘাতে শ্রেণিকক্ষে প্রাণ হারালো মজিদ

প্রথম সারির বেঞ্চে বসাকে কেন্দ্র করে সহপাঠীর আঘাতে শ্রেণিকক্ষেরই প্রাণ হারালো এক ছাত্র। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জের কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রদের মধ্যে  মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলায় কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্র সাইফুল রহমান (১৩) ও মজিদুল ইসলাম (১৪) শ্রেণি কক্ষের মধ্যে প্রথম সারির বেঞ্চে বসাকে কেন্দ্র করে বাকবিতন্ডা শুরু হলে ছাত্র মজিদুল ইসলামকে সহপাঠী সাইফুল রহমান মাথা ও কানে কিল-ঘুষি দিতে থাকে। 

কিল-ঘুষির আঘাতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পরে ছাত্র মজিদ। এই সময় ঝগড়ার হৈ চৈ শুনে ছুটে আসে বিদ্যালয়ের শিক্ষকেরা। এসে দেখতে পান ছাত্র মজিদ অজ্ঞান অবস্থায় মাটিতে পরে আছে। 

পরে তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক  কিশোর মজিদকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। 

নিহত ছাত্র মজিদুল ইসলাম ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের আলতমা আলীর পুত্র আর আটক সাইফুল রহমান একই উপজেলার মনুরটুক গ্রামের আমীর আলী পুত্র। 

ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মো. বদরুজ্জামান  নিশ্চিত করে বলেন, বিদ্যাপীঠে কিল ঘুষি খেয়ে নিহত ছাত্রের ঘটনায় আরেক সহপাঠীকে আটক করে থানায় প্রেরণ করা  হয়েছে। এ ঘটনা সত্যতা যাচাই করা হবে ময়নাতদন্তের উপর ভিত্তি করে।