logo
আপডেট : 7 September, 2019 00:45
রবার্ট মুগাবে মারা গেছেন
মেইল রিপোর্ট

রবার্ট মুগাবে মারা গেছেন

স্বাধীনতার পর জিম্বাবুয়ের প্রথম প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আর নেই। ৯৫ বছর বয়সী মুগাবে শুক্রবার মারা গেছেন বলে তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

মুগাবের স্বাস্থ্যের অবস্থা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না। এপ্রিল থেকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।

২০১৭ সালের নভেম্বরে ক্ষমতাচ্যুত হন মুগাবে। এর মাধ্যমে অবসান হয় দেশটিতে তার তিন দশকের শাসনের।

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমনানগাগোয়া এক টুইটে বলেছেন, ‘গভীর শোকের সঙ্গে আমি জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা জনক ও সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের মৃত্যুর সংবাদ জানাচ্ছি।’

শিক্ষামন্ত্রী ফাদজায়ে মাহেরি টুইটারে লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও রবার্ট মুগাবে।’

১৯২৪ সালে রোহডেসিয়াতে জন্ম মুগাবের। ১৯৬৪ সালে রোহডেসিয়া সরকারের সমালোচনা করায় তাকে বিনাবিচারে এক দশকেরও বেশি সময় কারাগারে থাকতে হয়।

১৯৭৩ সালে কারাগারে থাকা অবস্থাতেই জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের (জানু) সভাপতি নির্বাচন করা হয় তাকে। এই দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন মুগাবে।