ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের শেষ মুহূর্তের অডিও রেকর্ডিং প্রকাশ করেছে তুরস্কের একটি সংবাদমাধ্যম। তুর্কি দৈনিক সাবাহ জানিয়েছে, তারা গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে এই রেকর্ডিং পেয়েছেন।
প্রকাশ করা অডিও বার্তায় কনস্যুলেটে খাশোগি পৌঁছানোর আগে হত্যা মিশনের সদস্যদের বলতে শোনা যায়, ‘এক জানোয়ারকে কুরবানি দিতে হবে।’
কনস্যুলেটে প্রবেশের পরপর পরিস্থিতি দেখে খাশোগি সন্দেহপ্রবণ হয়ে পড়েন।এক পর্যায়ে তিনি কর্মকর্তাদের জানান, ইন্টারপোলের একটি আদেশের কারণে তাকে রিয়াদ যেতে হবে।
ছেলেকে ক্ষুদেবার্তা পাঠানোসহ সৌদি কর্মকর্তাদের বিভিন্ন অনুরোধ প্রত্যাখ্যান করলে খাশোগির দেহে মাদক প্রবেশ করানো হয়। শেষ মুহূর্তে হত্যাকারীদের উদ্দেশে খাশোগিকে বলতে শোনা যায়, তার হাঁপানি আছে এবং তার মুখ যেন বন্ধ করা না হয়। এরপরই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
সাবাহ জানিয়েছে, পরে খাশোগির মাথা একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঢেকে ফেলা হয় এবং নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যান তিনি।
গত বছরের অক্টোবরে খুন হন খাশোগি। অভিযোগ রয়েছে, সৌদি রাজপরিবারের কট্টোর সমালোচক খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।