logo
আপডেট : 25 September, 2019 23:36
দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে যাবে ৫০০ মেট্রিক টন ইলিশ
ঢাকা অফিস

দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে যাবে ৫০০ মেট্রিক টন ইলিশ

দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতে পাঁচশ মেট্রিক টন ইলিশ দেবে বাংলাদেশ সরকার।

বুধবার ইলিশ পাঠানোর বিষয়টি অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন জানিয়েছেন, এটা শুধুমাত্র একবারের জন্যই হচ্ছে। রপ্তানির কোনো বিষয় নয় এটি।

তিনি জানান, বাংলাদেশের ব্যবসায়ীরা কলকাতায় ইলিশ নিয়ে যাবেন। পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, এসব ইলিশ ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো হস্তান্তর নয়। মূলত ভারতের একটি ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে এসব ইলিশ নিয়ে যাবে। শুধুমাত্র পূজা উপলক্ষে এই অনুমতি দিয়েছে সরকার।

উল্লেখ্য, এর আগেও শুভেচ্ছা হিসেবে ভারতে ইলিশ পাঠানো হয়েছিল। বাংলাদেশ থেকে বর্তমানে ভারতে ইলিশ রফতানি বন্ধ রয়েছে। এইবছর বাংলাদেশে ৫ লাখ মেট্রিক টনের বেশি ইলিশ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।