বিএনপির সিনিয়র নেতা আবদুল মঈন খান বুধবার সরকারের বিশেষ পর্যটন অঞ্চলে বিদেশিদের জন্য ক্যাসিনোর অনুমতি দেয়ার পরিকল্পনাকে ‘অনৈতিক কাজ’ উল্লেখ করে এ প্রদক্ষেপের ঘোর বিরোধীতা করেছেন।
তিনি বলেন, ‘সরকার বিদেশিদের জন্য ক্যাসিনো করার পরিকল্পনা করছে। ক্যাসিনো নিয়ে সারাদেশে এতো শোরগোলের পরও সরকার কীভাবে এমন ঘোষণা দিতে পারে? কীভাবে সরকার এমন অনৈতিক কাজের উদ্যোগ নিতে পারে।'
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, ‘বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও কক্সবাজারে বিশেষ পর্যটন অঞ্চল হবে। বিশেষ পর্যটন অঞ্চলে যাতে অন্যান্য দেশের মতো পাসপোর্ট দিয়ে বিদেশিরা ক্যাসিনোতে ঢুকতে পারে সেই পরিকল্পনা রয়েছে। বিদেশিদের জন্যই এটা।’
ঢাকায় অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে চলমান অভিযানকেও সমর্থন জানিয়েছেন তিনি।
মঈন বলেন, ‘বিদেশিদের জন্য ক্যাসিনো দেয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। কেননা এটা বাংলাদেশের মানুষের চরিত্রের ওপর খারাপ প্রভাব ফেলবে।’
‘বাংলাদেশিদের জন্য যা পাপ তা কখনো বিদেশিদের জন্য ভালো হতে পারে না। বিদেশিরা বাংলাদেশে অপকর্ম করলে সেটা কি পাপ হবে না? কে নিশ্চয়তা দিতে পারে যে বিদেশিদের জন্য ক্যাসিনো চালু করা হলে তা বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে না,’ বলেন বিএনপি এর নেতা।
‘সরকারে কোনো ধরনের জবাবদিহিতা না থাকায় ক্ষমতাসীন দলের নেতারা ক্যাসিনো ব্যবসায় জড়াচ্ছে এবং বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ করে যাচ্ছে।’