logo
আপডেট : 12 October, 2019 13:44
ট্রাম্পের চতুর্থ হোমল্যান্ড সিকিউরিটি প্রধানও পদত্যাগ করলেন
মেইল রিপোর্ট

ট্রাম্পের চতুর্থ হোমল্যান্ড সিকিউরিটি প্রধানও পদত্যাগ করলেন

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান কেভিন ম্যাকালিনান পদত্যাগ করেছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক টুইট বার্তায় বলেন, ‘ম্যাকালিনান তার পরিবারকে আরো বেশি সময় দিতে চান।’ ট্রাম্প আগামী সপ্তাহে তার উত্তরসূরী নিয়োগ দেয়ার কথা জানান।

মাত্র ছয় মাস দায়িত্ব পালনের পর পদত‌্যাগ করলেন ম্যাকালিনান। তবে নিয়োগের ছয় মাসের মাথায় ঠিক কী কারণে তিনি পদত্যাগ করলেন, তা পদত্যাগপত্রে উল্লেখ করেননি।

প্রসঙ্গত, ট্রাম্প ক্ষমতায় আসার পর ম্যাকালিনানসহ এ পর্যন্ত চারজন হোমল্যান্ড সিকিউরিটির প্রধানের দায়িত্ব পালন করেছেন।

৪৮ বছরের ম্যাকালিনান হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্বে আসার আগে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমিশনার ছিলেন। ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

ম্যাকালিনানের পদত্যাগের পর ট্রাম্প বলেন, ‘চমৎকার কাজ করেছেন ম্যাকালিনান। আমরা সীমান্ত ক্রসিং বন্ধ করতে একসঙ্গে ভালভাবে কাজ করেছি।’

অপরদিকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে কাজের সুযোগ দেয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ম্যাকালিনান বলেন, ‘ট্রাম্পের সমর্থনে গত ছয় মাসে মানবিক সংকট ও সীমান্ত সুরক্ষায় আমরা ব্যাপক অগ্রগতি অর্জন করেছি।’