logo
আপডেট : 13 October, 2019 01:34
বিমানবন্দর থেকে বিএনপিনেতা মেজর হাফিজ গ্রেপ্তার
ঢাকা অফিস

বিমানবন্দর থেকে বিএনপিনেতা মেজর হাফিজ গ্রেপ্তার

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, দেশে ফেরার পর বিমান বন্দর থেকে হাফিজ উদ্দিন আহমেদকে নিয়ে যায় র‍্যাব। পরে পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।  মামলা নং ৪২।

মেজর হাফিজের স্ত্রী দিলারা হাফিজ বলেন, শুনেছি দুপুরে বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কারা করেছে এ বিষয়ে আমি কিছুই জানি না।

মেজর হাফিজের নামে কোনো গ্রেপ্তারি ফরোয়ানা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, উনার নামে তো অনেক মামলা রয়েছে। সবগুলোই সময় মতো আদালতে হাজিরা দিচ্ছেন। আগামীকালও একটা মামলার হাজিরা রয়েছে। 

এক সপ্তাহ আগে মেজর হাফিজ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বলে জানান তার স্ত্রী।