logo
আপডেট : 19 October, 2019 14:06
সিলেটের ইতিহাস-ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরুন: মেয়র আরিফ
মালয়েশিয়া প্রতিনিধি

সিলেটের ইতিহাস-ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরুন: মেয়র আরিফ

সিলেটের ইতিহাস-ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরার আহবান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

১৭ অক্টোবর স্থানিয় সময় সকাল ১১ টায় বাসমতি রেষ্টুরেন্টে মতবিনিময়কালে জালালাবাদ এসোসিয়েশন মালয়েশিয়ার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এ আহবান জানান তিনি।

মতবিনিময়ে এসোসিয়েশনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতারা। এসময় মেয়র মনযোগসহকারে শুনে ভূয়শী প্রশংসা করেন এবং প্রবাসে সিলেটের ইতিহাস- ঐতিহ্য, কৃষ্টি-কালচার বেশি করে জানান দেয়ার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশন মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি সোনাহর আলী খান রশিদ, সহ সভাপতি মো: মহসিনুল কুদ্দুছ, সাধারন সম্পাদক সাংবাদিক আহমাদুল কবির, সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক , সহ সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ খান, অর্থ সম্পাদক হাবিবুর রহমান পারুল প্রমুখ।

উল্লেখ্য, গত ১৫ অক্টেবর মালয়েশিয়ায় তিনদিন ব্যাপী ‘এশিয়া প্যাসিফিক আরবান ফোরাম’ আন্তর্জাতিক সম্মেলন শেষে জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ মেয়রকে ক্রেষ্ট প্রদান করেন।