রামপালে কলেজ পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগে আকাশ মোল্লা (২৩) নামের এক যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকাল ৩ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত যুবককে কারাদন্ডাদেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকতার দপ্তর এবং ভুক্তভোগী জানান,রামপাল সদরের নাসির উদ্দিন মোল্লার পুত্র আকাশ মোল্লা (২৩) দীর্ঘদিন ধরে রামপাল কলেজে এইস এসসি ২য় বর্ষ পড়–য়া ছাত্রী (১৮) কে উত্যক্ত করে আসছিলো। এর একপর্যায়ে ঘটনার দিন সোমবার দুপুরে ওই ছাত্রী কলেজ থেকে ফেরার পথে আকাশ রাস্তা আটকে তাকে চড় থাপ্পড় মারে। বাড়ি এসে এই ঘটনা অভিভাবকদের জানালে তারা এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিক অভিযুক্ত আকাশ মোল্লাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত আকাশ মোল্লাকে ১৮৬০ সালের দন্ডবিধি ৫০৯ ধারা অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
ইভটিজিং এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে বলেও জানান ইউএনও।