logo
আপডেট : 21 October, 2019 19:53
শিশু তুহিন হত্যাকান্ড: ফের বাবা দুই চাচা রিমান্ডে
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট

শিশু তুহিন হত্যাকান্ড: ফের বাবা দুই চাচা রিমান্ডে

সিলেটে বহুল আলোচিত শিশু তুহিন হত্যাকান্ডে ফের বাবা ও দুই চাচাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। 

সোমবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলার জ্যেষ্ঠ জুডিশিয়াল আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা আসামীদের রিমান্ড মঞ্জুর করেন। নিহত শিশু তুহিনের পিতা আব্দুল বাছিরকে পাঁচ দিনের ও দুই চাচাকে তিনদের রিমান্ডে নেওয়া হয়।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামের পাঁচ  বছর বয়সের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যা করে পিতা ও দুই চাচা । এই ঘটনায় যদিও আদালত  পূর্বে তিন দিনে রিমান্ড শেষে কারাগারে প্রেরক করেছিল। কিন্তু তুহিন হত্যাকান্ডে অধিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে নিহতের পিতা ও দুই চাচাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতের বরাবরে আবেদন করেন। আদালত এই আবেদনের প্রেক্ষিতে নিহতের ঘাতক পিতাকে পাঁচ দিনে ও দুই চাচাকে তিন দিনের জন্য রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় রাজা নগর ইউনিয়নের কেজাউরা গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে  পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যা করে পেটে দুইটি ছুরি বিদ্ধ করে গাছের মধ্যে ঝুলিয়ে রাখে দুই কান ও লিঙ্গ কেটে । 

হত্যার পরের দিন নিহতের মাতা বাদি হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে  ঘাতক পিতা আব্দুল বাছির পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন।