ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আগাম সাধারণ নির্বাচনের প্রস্তাবে সায় দিয়েছে দেশটির পার্লামেন্ট।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া সংক্রান্ত চুক্তি ব্রেক্সিট নিয়ে গত কয়েক মাসের অচলাবস্থা চলার পর এ বিষয়ে সায় দিলেন ব্রিটিশ এমপিরা।
তারা জানান ব্রেক্সিট তিন মাস পিছিয়ে দেয়ায় চুক্তিহীন ব্রেক্সিটের সম্ভাবনা বাতিল হয়ে গেছে। আগামী ১২ ডিসেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ পরিস্থিতিতে আগাম নির্বাচনের প্রস্তাব সমর্থন করবেন বলে সোমবার সকালেই ঘোষণা দিয়েছিলেন বিরোধী লেবার দলের নেতা জেরমি করবিন।
পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে জনসনের আগাম নিবার্চনের প্রস্তাবের পক্ষে ৪৩৮ ভোট ও বিপক্ষে ২০ ভোট পড়ে। নির্বাচনী প্রস্তাবটি আইনে পরিণত হতে পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের অনুমোদন প্রয়োজন হবে।
চলতি সপ্তাহের মধ্যেই ওই অনুমোদন পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে নির্বাচনী প্রচারণার জন্য দেশটির রাজনৈতিক দলগুলোকে পাঁচ সপ্তাহ সময় পাবে।
জনসন আশা করছেন, আসন্ন নির্বাচনে নিজের ব্রেক্সিট চুক্তির পক্ষে তিনি জনমত পাবেন। এর মাধ্যমে তিনি পার্লামেন্টে চলা অচলাবস্থা ভাঙতে পারবেন। ৩১ অক্টোবরের মধ্যে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার কথা থাকলেও জনসনের বিরোধিতা করে পার্লামেন্ট ওই সময়সীমাকে তিন মাস পিছিয়ে ৩১ জানুয়ারিতে নিয়ে গেছে।
ব্রেক্সিট নিয়ে বিরোধের জেরে কনজারভেটিভ পার্টির যে ২১ এমপিকে জনসন দল থেকে বের করে দিয়েছিলেন তাদের মধ্যে ১০ জনকে ফের দলে নিয়েছেন তিনি। তাদের কনজারভেটিভ পার্টির প্রার্থী হওয়ার বিষয়টিও তিনি অনুমোদন করেছে।