দেশের ফ্রিল্যান্সারদের সুবিধার্থে আগামী জানুয়ারিতে রেজিস্ট্রেশন শুরু হবে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বৃহস্পতিবার (৩১অক্টোবর) বিকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের এক দশক শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, রেজিস্ট্রেশনের ফলে বিদেশি গ্রাহকদের সঙ্গে ব্যাংকিং লেনদেন আরও সহজতর হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ বছর ফ্রিল্যান্সিং থেকে ১ বিলিয়ন ডলার আয় হবে।
সেমিনারে সালমান এফ রহমান আরও বলেন, দেশের প্রায় ২ হাজার ৫শ ইউনিয়নে ফাইবার অপটিক-এর মাধ্যমে ইন্টারনেট সুবিধা চালু করা হচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি বিনিয়োগের ওপর জোর দিয়ে তিনি বলেন, সিলেটে পর্যটন খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হবে। তাহলে পর্যটন শিল্প আরও বিকশিত হবে। তিনি প্রবাসী সিলেটিদের দেশে বিনিয়োগেরও আহ্বান জানান।
সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে ও উপ-কমিটির সদস্য আলমগীর কবির দোলনের পরিচালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল, মৌলভীবাজার চেম্বারের সভাপতি কামাল হোসেন, হবিগঞ্জ চেম্বারের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, সিলেট ইউমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ।