logo
আপডেট : 15 November, 2019 01:06
কুয়েতের প্রধানমন্ত্রীর পদত্যাগ
মেইল রিপোর্ট

কুয়েতের প্রধানমন্ত্রীর পদত্যাগ

পদত্যাগ করলেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারাক। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদের কাছে এই পদত্যাগ পত্র জমা দেন তিনি।

কুয়েতের সংসদ সদস্যরা ক্ষমতাসীন আল সাবাহ পরিবারের সিনিয়র সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল-জাররাহ আল সাবাহের বিরুদ্ধে মঙ্গলবার (১২ নভেম্বর) অনাস্থা ভোটের জন্য প্রস্তাব উত্থাপন করার পরেই এই পদত্যাগপত্র জমা দেয়ার ঘটনা ঘটলো।

শেখ খালিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ তুলেছিলেন সংসদ সদস্যরা। কিন্তু, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন তিনি।

এর আগে, দেশটিতে ভারী বৃষ্টিপাতে বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতির ফলে শুক্রবার দেশটির গণপূর্তমন্ত্রী পদত্যাগ করেন।

ক্ষমতাসীন আমির পদত্যাগ পত্র জমা নেয়ার পরেই; নতুন মন্ত্রীসভা গঠন করার জন্য আহ্বান জানাবেন তিনি। দেশটির প্রধানমন্ত্রীকে ক্ষমতাসীন আমির নিযুক্ত করে থাকেন। আর অন্য পদগুলো থাকে দেশটির শাসক পরিবারের সদস্যদের দখলে।

তেল নির্ভর দেশটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ ও ওপেকের সদস্য। মধ্যপ্রাচ্যে দেশটিতে সর্বাধিক উন্মুক্ত রাজনৈতিক ব্যবস্থা আছে।