logo
আপডেট : 20 November, 2019 01:45
যুক্তরাজ্যের যুদ্ধাপরাধ তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ আদালত
মেইল রিপোর্ট

যুক্তরাজ্যের যুদ্ধাপরাধ তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ আদালত

ইরাক ও আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের ‘যুদ্ধাপরাধের’ ঘটনা ধামাচাপা দেয়ার ঘটনা তদন্ত করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

অভিযোগ রয়েছে, ইরাক ও আফগানিস্তানে ব্রিটিশ সেনাবাহিনী বহু বেসামরিক মানুষকে হত্যা করেছে। কিন্তু রাষ্ট্র ও সেনাবাহিনী তা ধামাচাপা দিয়েছে।

এ বিষয়ে তথ্যপ্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। 

এর পরিপ্রেক্ষিতে আইসিসি বলেছে, তারা ওই তথ্যপ্রমাণকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নিয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এসব অভিযোগ অপ্রমাণিত। এ বিষয়ে মন্ত্রণালয় আইসিসিকে পূর্ণ সহযোগিতা করছে।