logo
আপডেট : 2 December, 2019 22:07
জাপানের কাহাল আর্ট গ্যালারীতে নাজমুন নাহার রহমানের শিল্পকর্মের প্রদর্শনী

জাপানের কাহাল আর্ট গ্যালারীতে নাজমুন নাহার রহমানের  শিল্পকর্মের প্রদর্শনী

ষ্টাফ রিপোর্টার: জাপানের কাওয়াগুচি শহরের কাহাল আর্ট গ্যালারীতে বাংলাদেশী নাজমুন নাহার রহমানসহ  ৬ দেশের ৩০ জন শিল্পীর শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয়েছে।  তিন দিন ব্যাপী এ প্রদর্শনীর রবিবার স্থানীয় সময় বিকাল ৪টায় উদ্বোধন করেন জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলার এমডি জাকির হাসান। 
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বালনের মধ্য দিয়ে এ প্রদর্শনীর শুরু হয়। উদ্বোধনের পর সদ্যপ্রয়াত চিত্রশিল্পী কালিদাস কর্মকারের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাহাল গ্যালারী ফাউন্ডার কামরুল হাসান লিপু ও জাপানী চিত্রশিল্পী হিতাশী তানাকা। অতিথিরা প্রদর্শনীর পর শিল্পকর্মগুলো ঘুরে ঘুরে দেখেন ও বাংলাদেশী শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশী শিল্পীরা তাদের আকাঁ পেইন্টিং নিয়ে অংশ নেন। অন্যান্য দেশের শিল্পীরা পেইন্টিং ও ক্রফট নিয়ে অংশ নেন। বাংলাদেশী  শিল্পীদের মধ্যে নাজমুন নাহার রহমান তাঁর আকাঁ চিত্রকর্ম ‘রিফ্লেকশন’ নিয়ে অংশ গ্রহণ করেন। এ চিত্র কর্মটি উপস্থিত দর্শকদের নজর কাড়েন।
ষাড়ং আর্ট গ্রুপ এ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেন। নেপাল ও শ্রীলংকার পর তারা এবার জাপানে এ প্রদর্শনীর আয়োজন করলো। আগামী মঙ্গলবার পর্যন্ত প্রদর্শনী চলবে।