logo
আপডেট : 26 December, 2019 20:07
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইরানের সঙ্গে চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইরানের সঙ্গে চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অসন্তোষ সত্তেও ভারত সাগর ও ওমান সাগরে শুক্রবার থেকে ইরানের সঙ্গে চীন ও রাশিয়া যৌথ মহড়া চালাবে। আর এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃস্টি হয়েছে।

তিন দেশের নৌবাহিনী এতে অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। এর পর ওয়াশিংটনও তাদের অসন্তোষের কথা জানিয়ে দিয়েছে।

চীনা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, এ মাসের শেষের ২৭ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত মহড়ায় তিন দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক গভীর ও সহযোগিতাপূর্ণ করতে চীন ‘জিনিং’ পাঠাবে। যা গাইডেড মিসাইল ধ্বংস করতে সক্ষম।

ওমান সাগর বিশেষ স্পর্শকারক জলপথ যা হরমুজ প্রণালীকে সংযুক্ত করছে। এই প্রণালীটি দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল রফতানি হয়। এই প্রণালীটি ঘুরেফিরে আরব সাগরের সঙ্গে সংযুক্ত হয়েছে।

এই মহড়াটি যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে পুরোদমে উত্তেজনা বাড়িয়ে তুলবে বলা আশঙ্কা করা হচ্ছে।