কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পাকিস্তানি সেনা ও এক ভারতীয় সেনা নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুই দেশের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বুধবার দিউয়া এলাকায় ভারতীয় বাহিনী হামলা চালায়। এতে দুই পাক সেনা নিহত হয়। এর জবাবে গুলি ছোড়ে পাকিস্তান। সীমান্তের হাজি পির এলাকায়ও দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। একে ‘বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
অপরদিকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, বুধবার রামপুর এলাকায় তাদের অবস্থান লক্ষ্য করে গুলি করে পাকিস্তানি সেনাবাহিনী। এর জবাবে গুলি ছোড়ে ভারতীয় বাহিনী।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এই যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আঞ্চলিক শান্তি ভঙ্গের অজুহাত খুঁজছেন বলে দাবি করেন তিনি।