logo
আপডেট : 2 January, 2020 02:12
ঘুমের মধ্যেই লরি চাপায় প্রাণ হারাল একই পরিবারের ৫ জন
মেইল রিপোর্ট

ঘুমের মধ্যেই লরি চাপায় প্রাণ হারাল একই পরিবারের ৫ জন

লরি চাপায় ঘুমের মধ্যেই প্রাণ হারাল একই পরিবারের পাঁচজন। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গলসিতে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে একটি লরি বালু বোঝাই করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশের একটি কাঁচা বাড়ির ওপর।

এসময় ঘুমের মধ্যেই প্রাণ হারান বাপি মণ্ডল, তার স্ত্রী দোলন, দুই শিশু সন্তান আবির-নন্দিনী এবং বাপির মা সুচিত্রা।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার ভোর থেকেই রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয় পুরো এলাকা। ক্ষিপ্ত গ্রামবাসী দফায় দফায় বালুর খাদানের অফিসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।

এসময় পুড়িয়ে দেয়া হয় মাটি কাটার জেসিবি মেশিনও। দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে।

জেলা প্রশাসন সূত্রের বরাতে খবরে বলা হয়, এ ঘটনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে নবান্ন থেকে। ওই বালুর খাদানের বৈধ নথি নেই। তার পরও কীভাবে ওই খাদান চলছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে।