ভূয়া আমমোক্তারনামা তৈরি করে ভূমি দখলের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের তিন নেতাসহ পাঁচ জনকে হাজত বাসের নির্দেশ দিয়েছেন আদালত।
অভিযুক্তদের মধ্যে একজন মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আর দু'জন জেলা যুবলীগের নেতা।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিজ্ঞ বিচারক মিজানুর রহমান ভূঁইয়া অভিযুক্তদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
অভিযুক্তরা হলেন- সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবীর ও জামাল উদ্দিনসহ আরও দুই জন।
আদালত সূত্রে জানা যায়, গত বছর জুলাই মাসে সিলেট সদর খাদিম নগরে ভূয়া আমমোক্তারনাম তৈরি করে ভূমি দখলের চেষ্টা করে এই পাঁচ জনসহ আরও অনেকেই। এই ঘটনাটি উল্লেখ করে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন খাদিম নগরের আটগাঁও এর সিরাজ উদ্দিনের পুত্র গৌছ উদ্দিন রিপন।
সোমবার ওই মামলার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান মহানগর যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির ও জামাল আহমদসহ পাঁচ জন। কিন্তু ওই জামিনের আবেদন না মঞ্জুর করে আদালতের বিজ্ঞ বিচারক তাদের শ্রীঘরে পাঠানোর নির্দেশ দেন।
জেলা যুবলীগ কবিরুল ইসলাম কবির সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট -২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী।