logo
আপডেট : 14 January, 2020 14:02
মিলানে মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান
সাইফুল ইসলাম মুন্সী, ইতালি

মিলানে মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান

মিলানে দারুল হিকমাহ একাডেমীতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করেছে একাডেমী কর্তৃপক্ষ।

রোববার স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদের মিলনায়তনে আয়োজিত বার্ষিক পরিক্ষার ফলাফল ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে চলতি বছরে বিভিন্ন শ্রেণী থেকে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ও প্রতি শ্রেণীর মেধাবীদের বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরষ্কার প্রদান করা হয়।

দারুল হিকমাহ একাডেমীর উপদাক্ষ্য জিয়াউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর অধ্যক্ষ মাওলানা জুনায়েদ সোবাহান।

এসময় সভাপতি বলেন, ‘প্রবাসের মাটিতে বেড়ে ওঠা বাঙ্গালী শিশুদের দীর্ঘ ১৭ বছর যাবত প্রতিষ্ঠানটি সুনামের ইসলামিক শিক্ষা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান তাদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখবে। তবে স্থানীয় সকল প্রবাসী বাঙ্গালীদের এই প্রতিষ্ঠানের উপর সু-নজর রাখতে হবে’।  

এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাফিজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাবিল খান, ফেনী জেলা সমিতির সভাপতি নুরুল আফসার বাবুল, ইসলামিক স্টাডি ফোরামের সভাপতি ইমরান হোসাইন, নূরে মোহাম্মদ মালেক, ইঞ্জিনিয়ার ফিরোজ আলম, মিলান হজরত শাহ-জালাল মসজিদের সভাপতি কবির আহমেদসহ আরও অনেকে।

উল্লেখ্য, প্রতি সপ্তাহের দুদিনে পঁচিশ জন শিক্ষক তত্ত্বাবধানে ৯টি ক্লাসে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এই একাডেমিতে পড়াশুনা করে আসছে।