logo
আপডেট : 21 January, 2020 13:38
ইতালিতে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালন
সাইফুল ইসলাম মুন্সী, ইতালি

ইতালিতে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৮তম জন্মবার্ষিকী পালন করেছে জিয়া স্মৃতি সংসদ ইতালি।

রোববার দেশটির ভেনিসের মেস্ত্রের একটি রেস্তরাঁয় সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল হাসানের সঞ্চালনায় এ অনুষ্ঠান পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুজ্জামান বাবু। এসময় শহীদ জিয়াকে স্মরন করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভেনিস শাখার সাবেক উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ভেনিস বিএনপির সহ-সভাপতি হালিম আলম, মোক্তার হোসেন, মোহাম্মদ রিপন, হোসেন আলীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তার হাতেই গড়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশের স্বাধীনতা ঘোষকের স্ত্রী আজ কারাগারে বন্দি। দেশ তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে। 

তিনি বলেন, আমরা অতিশীঘ্রই কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব’।