বেশ কয়েকটি নিউজ পোর্টালে খবরটি দেখলাম। আমাদের ৫০০ এর অধিক শিক্ষার্থী চীনের উহান প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। এই প্রদেশ থেকেই বর্তমান বিশ্বের আতঙ্ক করোনা ভাইরাসের বিস্তার লাভ করেছে। অনেকেই এই ভাইরাসকে সার্সের সাথে তুলনা করছেন। কেউ কেউ সংক্রমনের দিক থেকে সার্সের থেকেও করোনা ভাইরাসকে এগিয়ে রাখছেন।
উহান প্রদেশ অধ্যয়নরত আমাদের শিক্ষার্থীরা দেশে ফিরে আসতে চাচ্ছে। সেটাও সম্ভব হচ্ছে না কারণ উহান থেকে বহির্গামী সব বাস, ট্রেন, বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পুরো প্রদেশ যেন একটি সিলগালা বন্ধ ঘর। কেউ এখান থেকে বাইরে যেতে পারছে না।
অনেক ভীতসন্ত্রস্ত বাংলাদেশি বাসা থেকেও বের হচ্ছেন না। ফ্রিজে রাখা খাবার খাচ্ছেন। খাবার শেষ হয়ে গেলে কি খাবেন, সে বিষয়েও অনেকে প্রশ্ন রেখেছেন?
সত্যিই বিষয়টি অসহায়ত্বের। চাইলেও নিজের দেশে ফিরে আসতে পারছেন না।
দেশের সকল মানুষের প্রার্থনা রইল যেন আমাদের শিক্ষার্থীরা সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন।
লেখক: উপ পরিচালক, বাংলাদেশ ব্যাংক।