চার দশমিক এক মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট।
ভূ-গর্ভস্থ থেকে এমনি কম্পনে মুহুর্তে ঘরে বাইরের মানুষজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। আর অনেকে সৃষ্টিকর্তার নাম বলতে বলতে রাস্তায় নেমে পড়ে ।
যদিও এই ভূ -কম্পে কোন হতাহত হয়নি। কিন্তু সিলেট শহরের বড় বড় উঁচু দালান-কোঠা, ঝুঁকিপূর্ণ ভবন ও পুরাতন ভবনগুলোতে ফাটল দেখা দিয়েছে।
এ সময় সিলেট নগরীর জিন্দাবাজার, লামাবাজার, শিবগঞ্জ, টিলাগড়, মেঝরটিলা, সোবহানীঘাট, সুবিদবাজার, কালীঘাট, বন্দরবাজার, নয়াসড়কসহ আরো বেশি কিছু স্থানের মানুষজন ভয় আর আতঙ্কে বিক্ষিপ্তভাবে রাস্তায় নেমে পড়ে।
সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১টা ১১মিনিটের দিকে রিখটার স্কেল চার দশমিক এক মাত্রায় সিলেটের গোয়াইঘাট উপজেলা থেকে ভূমি কম্পন অনুভূতি হয় বলে জানান আবহাওয়াবিদ আবু সাঈদ আহমদ।
তিনি জানান, ধারণা করা হচ্ছে গোয়াইনঘাট থেকে ভূমি কম্পনটির উৎপত্তিস্থল ছিল। যার ফলে সিলেটের শহরের বৃহত্তর জনবসতি বিভিন্ন এলাকার দালান-কোঠা ও ঘরবাড়িগুলো মোটামুটি জোরে ধাক্কা ও ভূ-কম্পিত হওয়ায় হালকা ফাটল ধরেছে।