বিদ্যা দেবী সরস্বতী পূজার টাকা নিয়ে গত ৩০ জানুয়ারি কথা কাটাকাটি হয়েছিল দুই বন্ধুর মধ্যে। এর রেশ ধরে সাত দিনের মাথায় এক বন্ধু দলবল নিয়ে অপর বন্ধুর উপর ছুরি দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত অপর বন্ধুর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।
এমনি অভিযোগে অভিযুক্ত যুবক সৈকত রায় সমুদ্র (২২) আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শি ও স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টা নাগাদ সিলেট নগরীর টিলাগড়ে রাস্তায় চটপটি খাচ্ছিল যুবক অভিষেক দে দ্বীপ। এ সময় হঠাৎ সৈকত রায় সমুদ্র একদল যুবক নিয়ে অভিষেকের উপর ছুরি দিয়ে উপযুক্ত হামলা চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে । এতে যুবক অভিষেক গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পরে যায়। পরে তাকে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অভিষেককে মৃত বলে ঘোষণা করেন। নিহত অভিষেক গ্রীন হিল স্টেট কলেজের ২য় বর্ষের ছাত্র।
এদিকে দলীয় ও পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিষেক ও সমুদ্র দুজনই সিলেট আওয়ামী লীগের রণজিৎ সরকারের অনুসারী। ওরা দু’জনই ছাত্রলীগের কর্মী। অভিযুক্ত যুবক সমুদ্র সিলেট সরকারি কলেজের ছাত্র। গত ৩০ জানুয়ারি সরস্বতী পূজার টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এর রেস ধরে বৃহস্পতিবার রাতে দলবল নিয়ে এই ঘটনাটি ঘটনায় সমুদ্র।
ওসি আব্দুল কাইয়ুম জানান, আটক অভিযুক্ত সমুদ্রকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দায় স্বীকার করেছে। কিন্তু নিহত ব্যক্তির পরিবারের কেউ এখনো কোন মামলা করেননি। তবে এই হত্যাকান্ডের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে। আপাতত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।