রামপালে নির্মানাধীন খানজাহান আলী বিমানবন্দরে ক্ষতিগ্রস্থদের জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরনের অর্থ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হোগলডাঙ্গা গ্রামে ৩২ টি চেকের মাধ্যমে ১ কোটি ৬ লাখ টাকা বিমানবন্দরে অধিগ্রহনকৃত জমির মালিকদের মধ্যে বিতরন করা হয়।
এর আগে এ বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রানালয়ের সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী। বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান,রামপাল উপজেলা এসিল্যান্ড শোভন সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকাবাসীবৃন্দ।