logo
আপডেট : 29 February, 2020 10:50
পুরনো নিদর্শনগুলো অত্যন্ত মূল্যবান | রিয়াজুল হক
রিয়াজুল হক

পুরনো নিদর্শনগুলো অত্যন্ত মূল্যবান | রিয়াজুল হক

মুক্তাগাছার ভূইয়াবাড়ির জামে মসজিদটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ছবি: সংগৃহীত

আজকের ১ টাকার কয়েন, যা হয়তো কোন কাজেই লাগে না, ৫০০ বছর পরে অমূল্য সম্পদ। নিলামে উঠলে হয়তো দাম হবে তখন ২ লক্ষ টাকা। জাদুঘরে কাঁচের মধ্যে ব্যবহারের সময়কাল অত্যন্ত যত্ন সহকারে লেখা থাকবে।

আজকের তৈরি একতলা বাড়ি, ৩০০ বছর পরে ঐতিহাসিক স্থান। দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করবে। টিকিট কেনার পরে হয়তো দেখার সুযোগ হবে। আরো বেশি পুরনো হলে হেরিটেজের মর্যাদা পেতে পারে।

আজকের তৈরি মাটির বাসন হয়তো ৪০ টাকায় রাস্তার পাশে বিক্রি হচ্ছে। কিন্তু ২০০ বছর পর ৫০ হাজার টাকায় বিক্রি হবে। অনেক পয়সাওয়ালা লোকের ড্রইংরুমে সেই মাটির বাসনটি স্থান পাবে।

আজকের সস্তা জিনিস, সহজ প্রাপ্য জিনিস কয়েকশো বছর পরে ঐতিহাসিক নিদর্শন। যত বেশি পুরানো, তত বেশি অমূল্য। সেটা যতই সাধারণ হোক।

 

লেখক:  উপ পরিচালক, বাংলাদেশ ব্যাংক।