logo
আপডেট : 29 February, 2020 22:05
ওয়ানডে ম্যাচের টিকেট বিকিকিনিতে ঢিলেভাব
স্টাফ রিপোর্টার, সিলেট

ওয়ানডে ম্যাচের টিকেট বিকিকিনিতে ঢিলেভাব

রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের আন্তর্জাতিক ওয়ানডে  ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 

তাই এর একদিন আগে শনিবার (২৯ ফেব্রুয়ারী) থেকে ক্রীড়াপ্রেমীদের জন্য উন্মুক্তভাবে টিকেট বিক্রি শুরু করেছেন বিসিবি’র সিলেট শাখার কর্তৃপক্ষ। 

১, ৩ ও ৬মার্চ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের আন্তর্জাতিক ম্যাচকে উপভোগ করতে ভীড় জমেছে ক্রিকেট পাগল তরুণেরা। যদিও অন্যান্য আন্তর্জাতিক ম্যাচ গুলোতে সারিবন্ধ হয়ে ক্রিকেট ম্যাচের টিকেট ধাক্কাধাক্কির মধ্য দিয়ে খরিদ করতে হয়েছিল । কিন্তু এবার তার ব্যাতিক্রম। 

কেননা এবার বাংলাদেশ-জিম্বাবুয়ের তিনটি ওয়ানডে ম্যাচের টিকেট  খুব স্বতঃস্ফুর্ত ও ঢিলেঢালাভাবেই খরিদ করতে পেরেছে সিলেটের ক্রীড়াপ্রেমীরা। তাই তাদের মুখের ভেসে উঠেছে টিকেট পাওয়ার আনন্দ।১,৩ ও ৬মার্চের তিনটি ওয়াডে ক্রিকেট ম্যাচের টিকেটের মূল সর্বনিন্ম ১শ’ টাকা থেকে সর্বোচ্চ ১হাজার টাকা পর্যন্ত। আর এই আন্তর্জাতিক টিকেট পাওয়া যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম  আর সিলেট জেলা ক্রিকেট স্টেডিয়ামের কাউন্টারে। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তরুণ শিক্ষার্থীরা টিকেট হাতে পেয়ে খুবই উৎফুল্ল। কেউ ৩শ’ টাকার মূল্যে টিকেট ক্রয় করেছে, আর কেউ কিনে নিয়েছে ১৫০টাকার মূল্যের টিকেট। নেই কোন কাউন্টারের সম্মুখের বুথগুলোতে সারি বদ্ধ লাইন। খুবই ঢিলেঢালাভাবেই চলছে টিকেটের বিকিকিনি। কথা হলে মৌলভীবাজার থেকে আসা অনার্স পড়ুয়া শিক্ষার্থী আজিজুর রহমান বলেন, অনেক দূর থেকে এসে খুব সহজেই টিকেট কিনতে পেরেছি ১৫০টাকা দিয়ে। ভেবেছিলাম লাইনে সারিবন্ধ হয়ে দাড়াতে হবে। কিন্তু তা হয়নি। 

এ সময় পাশের ক্রীড়া প্রেমী তরুণ মো. সুহেল ও সজীব আহমেদ বলেন, আন্তর্জাতিক ম্যাচগুলোতে টিকেট কিনতে গিয়ে বরাবরই বিড়ম্বনার মধ্য পড়তে হয়েছে। এবার তা হয়নি। টিকেট কাউন্টারে এসেই পছন্দের ম্যাচের টিকেট ৩শ’ টাকা দিয়ে কিনতে পেরেছি। এবিষয়ে কাউন্টারের  বিক্রেতারা নাম প্রকাশ অনিচ্ছুক করে বলেন, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। আর এটি চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে এবার টিকেট কিনে নিতে সারিবন্ধ না হলেও বাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে ম্যাচের টিকেট খুব বেশি বিক্রি হচ্ছে।