logo
আপডেট : 13 March, 2020 01:55
করোনা: ইউরোপের জন্য বন্ধ যুক্তরাষ্ট্রের দরজা
মেইল রিপোর্ট

করোনা: ইউরোপের জন্য বন্ধ যুক্তরাষ্ট্রের দরজা

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমনের জেরে বিভিন্ন দেশ ভিসা, ফ্লাইট এসব বাতিল করছে। এবার ইউরোপের জন্য নিজেদের দরজা বন্ধ করলো যুক্তরাষ্ট্র। 

আপাতত ৩০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার রাত থেকে এটি কার্যকর হবে। ফলে ইউরোপ থেকে পরবর্তী ৩০ দিনে কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই নিষেধাজ্ঞর ঘোষণা দিয়েছেন।

ইউরোপের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইউরোপে করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ আকার নিচ্ছে। ইটালি পুরো দেশকে কোয়ারান্টিন করে রেখেছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আশংকা প্রকাশ করেছেন, তার দেশের ৭০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে। যুক্তরাজ্য খোদ স্বাস্থ্যমন্ত্রীসহ অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার সুইডেনে করনোআক্রান্ত প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে।