রামপালে একটি সড়কের উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।
শনিবার সকালে তিনি রামপালের শ্রীফলতলা নিউমার্কেট টু ভেটেনারী হাসপাতাল ভায়া স্বর্নারমাঠ রাস্তার কাজ পরিদর্শন করেন। আইআরআই বিডি-২ এর আওতাধীন প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যায়ে রাস্তাটি বাস্তবায়িত হচ্ছে।
পরিদর্শনকালে তিনি বলেন, রাস্তার কাজে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবেনা। সরকারী জায়গাতে অবৈধ স্থাপনা দোকানপাট থাকলে তা দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল,ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, শ্রমিকলীগ সাধারন সম্পাদক ফকির রবিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শেখ সাদীসহ এলাকাবাসী।