সরকারঘোষিত ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর কথা জানিয়েছেন। এরপর শুক্র ও শনিবার দু’দিন সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা হচ্ছে বলে জানান কর্মকর্তারা।
এ ব্যাপারে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বাংলানিউজকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ছুটির বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে জনপ্রশাসন থেকে সার্কুলার জারি হবে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আপনারা তো জানেন, মাননীয় প্রধানমন্ত্রী ছুটির বিষয়ে জানিয়েছেন। এ বিষয়ে শিগগিরই জানতে পারবেন।
এর আগে, দেশে করোনাভাইরাস মোকাবিলায় ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১০ দিনের ছুটি ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।