করোনাভাইরাস আতঙ্কে সারা দেশ স্থবির হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষগুলো কাজের জন্য বাইরে বেরোতে পারছেন না। দিনমজুর মানুষগুলোর হাতে কোন কাজ নেই। অনেকেই আবার মানুষের কাছে যেয়ে চাইতে পারেন না।
বর্তমান এই পরিস্থিতিতে অনেকের মতোই এবি ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার মনজুরুল হক নিজের সাধ্যমত অসহায় প্রতিবেশীদের সাহায্য সহযোগিতা করছেন। ব্যক্তি উদ্যোগে পরিচালিত তার সহায়তার ধরণটাও একটু ভিন্নতর ।
যাদের হাতে কোন কাজ নেই, তিনি প্রথমে অসহায়, গরিব প্রতিবেশীদের একটি তালিকা করেছেন। তারপর সেই তালিকা অনুযায়ী খুব সকালবেলা সেইসব প্রতিবেশীদের বাসায় যেয়ে চাল, ডাল,তেল আলু ইত্যাদি খাদ্য সামগ্রী দিয়ে আসেন। কোন লোক সমাগম নেই। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বেতনের টাকা থেকেই তিনি এই কাজ করছেন।
সমাজে সচ্ছল মানুষগুলো তাদের সাধ্যমত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসলে এদেশের কোনো মানুষই অনাহারে থাকবে না বলে বিশ্বাস করেন ব্যাংক কর্মকর্তা মনজুরুল হক।